পার্বত্য চট্টগ্রামের আদিবাসী সম্প্রদায়ের প্রথম ডক্টরেট ড. মানিক লাল দেওয়ান (সাবেক চেয়ারম্যান, রাঙ্গামাটি জেলা পরিষদ) আর নেই। অনিচ্চা বত সাংখারা…)
তিনি আজ (২৯ জুলাই) চট্টগ্রামস্থ সার্জিস্কোপ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ:নিশ্বাস ত্যাগ করেন।
কর্মজীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) অধ্যাপনা করেন। এবং বাকৃবির প্ল্যান্ট প্যাথলজি বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপকও ছিলেন ড.মানিক লাল দেওয়ান। তাঁর আত্মজীবনীমূলক একটি গ্রন্থ প্রকাশিত হয় “ আমি ও আমার পৃথিবী।