রাঙামাটি রাজবন বিহারের ক্ষুধার্ত বানরদের খাবার দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।
বুধবার (২৮ জুলাই) সকাল ১০টায় রাজবন বিহার প্রাঙ্গণে এ খাবার দেওয়া হয়। খাবারের মধ্যে ছিল মিষ্টি কুমড়া ও মটর।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসাসহ অন্যান্যরা।
করোনায় কঠোর বিধিনিষেধে বিহারে পুণ্যার্থী প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় খাবার সঙ্কটে পড়েছে বিহার এলাকার বানর।
রাজবন বিহার কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা বলেন, জেলা প্রশাসকের এমন উদ্যোগকে স্বাগত জানাই আমরা।
জেলা প্রশাসক আমাদের বানরগুলোর খাদ্যের জন্য আবেদন করতে বলেছেন। আমার শীঘ্রই আবেদন করব। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বিহার কমিটির আবেদন পেলে খাদ্য সহায়তা দেওয়া হবে।