বান্দরবানের প্রয়াত বোমাংগ্রী মংশৈপ্রু চৌধুরীর স্ত্রী ছোট রাণীমাতা মাশৈনু আর নেই। (অনিচ্চা বত সাংখারা……)
আজ বুধবার (২৮ জুলাই) সকালে জেলা শহরের নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
তিনি ২ পুত্র , ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
ছোট রাণীমাতা মাশৈনু এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।