অস্ট্রেলিয়ার অন্যতম বৃহত্তম শহর সিডনিতে অস্ট্রেলিয়া সংঘ সমিতি অনুমোদিত “বাংলাদেশ বৌদ্ধ কুটির” এ বিগত ২৪ জুলাই ২০২১ খ্রিস্টাব্দ, রোজ শনিবার বাংলাদেশী বৌদ্ধ ভিক্ষু ভদন্ত অধিশীল থের প্রথমবারের মতো তিন মাসের জন্য বর্ষাব্রত অধিষ্ঠান করেন।
উল্লেখ্য যে, লকডাউন এর কারনে বাংলাদেশ বৌদ্ধ কুঠিরের নিজস্ব স্থানের পরিবর্তে ভগবান বৌদ্ধ বিহারের সহায়তায় বর্ষাবাস যাপন করেন।আষাঢ়ী পূর্ণিমা দিনে ভদন্ত অধিশীল থের অনলাইনে অনুষ্ঠানের বৈশিষ্ট্য ও তাৎপর্য তুলে ধরেন।
দৈনিক সকাল সন্ধা বাঙালি বৌদ্ধ তথা সকল বৌদ্ধদের উদ্দেশ্য ধ্যান ও প্রার্থনার মাধ্যমে সকলে মংগল কামনা করেন। তিনি অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাঙালি বৌদ্ধসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সকলের প্রতি আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেক।