ভারতীয়দের উদ্দেশে শুভেচ্ছা বার্তা দিয়ে আষাঢ়ী পূর্ণিমায় ধর্মচক্র দিবসের সূচনা করলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শনিবার এই উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে একটি বোধিবৃক্ষ রোপন করেন তিনি। ট্যুইটারে সেই ছবি প্রকাশ করেছেন রাষ্ট্রপতি।
একটি ভিডিও বার্তায় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, দুর্ভোগের অবসান ও জীবনে সবক্ষেত্রে সংযম ও নৈতিকতার শিক্ষা দিয়েছেন ভগবান বুদ্ধ। সারনাথে প্রথম ধর্মপ্রচারের পর থেকে ২৬০০ বছর বুদ্ধেরনীতি অনুসরণ করছেন অগণিত মানুষ।
অহিংসার পথপ্রদর্শক বুদ্ধ। তিনি বলেন, বুদ্ধের ধর্মপ্রচার, বিশ্বাস নাস্তিক ও সংশয়বাদীদের অনু্প্রাণিত করেছে। বিশ্বজুড়ে প্রায় সাড়ে ৫০০ কোটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে বুদ্ধের অহিংস ও সত্যনিষ্ঠার নীতি। ধর্মচক্র দিবসে ভগবান বুদ্ধের জীবনের ৮টি মন্ত্রের কথা বলেছিলেন স্বরণ করিয়েছেন তিনি। আষাঢ় পূর্ণিমার এই বিশেষ তিথিতে সারনাথে প্রথম বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেন ভগবান বুদ্ধ। করোনা পরিস্থিতিতে দেশবাসীর মনোবল বাড়াতে রাষ্ট্রপতি এই বিশেষ দিনটিতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে।