চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট বিভাগের প্রভাষক বাসবী বড়ুয়া আর নেই। (অনিচ্চা বত সাংখারা…..)
আজ শুক্রবার ২৩ জুলাই ভোর ৪:৩০ মিনিটে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চট্টগ্রাম বৌদ্ধ বিহারে তার মরদেহ সকাল ১১ টা পর্যন্ত রাখা হবে। আজ দুপুর ২ টায় পটিয়ার তেকোটা – মুকুটনাইটস্হ বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে অনিত্য সভা ও শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বাসবীর শৈশব ও কৈশোর জীবন ছিল আনন্দপূর্ণ। প্রতিটি ক্ষেত্রে তার মেধা প্রস্ফুটিত হয়েছে। পঞ্চম শ্রেণি ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি লাভ। এস এসসিতে কুমিল্লা বোর্ডে সম্মিলিত মেধাতালিকায় তৃতীয় স্ট্যান্ড । এইস এসসিতে কুমিল্লা বোর্ডের মেয়েদের মধ্যে পঞ্চম ও ছেলে – মেয়েদের মধ্যে সম্মিলিত ভাবে দশম স্ট্যান্ড। অনার্স ও প্রথম মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয়। ভারতের দিল্লী জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় মাস্টার্স ও এমফিল করেন। সে নারী শিক্ষা ও নারীদের ক্ষমতায়নের উপর বিভিন্ন গবেষণাপত্র রচনা করেন। চর্যাপদ নিয়ে তার গবেষণাধর্মী লেখা রয়েছে।