বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে ট্রাস্টের কার্যালয়ে কক্সবাজার জেলার বৌদ্ধ বিহার, শ্মশান মেরামত ও সংস্কার এবং অসুস্থ ব্যক্তিদের মাঝে এসব চেক বিতরণ করা হয়। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টুর সভাপতিত্বে অনুস্টিত উক্ত চেক বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন রিসসো কোসেই কাই কক্সবাজার জেলার চেয়ারম্যান বাবুল বড়ুয়া।
বক্তব্য রাখেন-জেলা বৌদ্ধ সমিতির সভাপতি রবীন্দ্র বিজয় বড়ুয়া, উ-কোশল্ল্যা বৌদ্ধ বিহারের বিহারাধ্য ক্ষ জ্ঞানপ্রিয় থেরো রিসসো কেসেই কাই মিশনারি প্রধান অশোক কুমার বড়ুয়া, অমরবিন্দু বড়ুয়া, মেধু বড়ুয়া, উবাচং রাখাইন।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার জেলা বৌদ্ধ যুব পরিষদের সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া।