1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন

বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহারের অধ্যক্ষের দায়িত্বে ভদন্ত উ: কেতু মহাথের

অংশেপ্রু মারমা অংশে
  • সময় বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ২৩৭ পঠিত

বান্দরবান খ্যাংওয়া কিয়ং রাজগুরু বৌদ্ধ বিহারে দশম  অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ভদন্ত  উ: কেতু মহাথের।

আজ বুধবার ২১ জুলাই সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত হন ।

ভদন্ত  উ: কেতু মহাথের ১৯৯৫ সালে প্রব্রজ্যা গ্রহণ করেন।এ রাজগুরু বৌদ্ধ বিহারের  দায়িত্ব গ্রহণের আগে  বান্দরবান জেলা রোয়াংছড়ি উপজেলা খানসামা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষের দায়িত্বে ছিলেন।বোমাং রাজা উ চ প্রু চৌধুরী সিদ্ধান্তক্রমে নতুন বিহারাধ্যক্ষ হিসেবে ভদন্ত উ: কেতু মহাথের কে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।

অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি । বিশেষ অতিথি ছিলেন বোমাং রাজা উ চ প্রু চৌধুরী। জেলা বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ দায়ক দায়িকারা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,গত বছর ১০ এপ্রিল ২০২০ রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধক্ষ ভদন্ত উ পঞাঞাজোত মহাথের(উচলা ভান্তে) প্রয়াত হলে সে বছর ২৮ মে রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয় ভদন্ত উ ঞানাপিয়া(জ্ঞানপ্রিয়)মহাথেরকে। অধ্যক্ষ গ্রহণে কয়েকমাস ব্যবধানের উ ঞানাপিয়া মহাথের(জ্ঞানপ্রিয়) সে বছর ১১জুলাই ২০২০ খ্রিঃ প্রয়াত হন।৯ম অধ্যক্ষ প্রয়াত উ ঞানাপিয়া মহাথেরর স্থলাভিষিক্ত হলেন ভদন্ত উ কেতু মহাথের।

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!