রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে ভদন্ত আজ্ঞাধাম্মা থের (৫৮) নামের এক বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু হয়েছে। ( অনিচ্চা বত সাংখারা…..)
ভদন্ত আজ্ঞাধাম্মা থের কারিগর পাড়ার তম্বঘোনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ।
সোমবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৫টায় রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ার এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার স্থানীয় কারবারি উথোয়াইপ্রু মারমা। তিনি বলেন, নিহত বৌদ্ধ ভিক্ষু বিহারে পূজা শেষ করে বের হলে তাকে বন্যহাতি আক্রমণ করে। পরে তিনি ঘটনাস্থলে মারা যান। আশেপাশের বাড়ি ঘর দূরে থাকায় সেই মুহূর্তে ভিক্ষুকে বাঁচাতে কেউ আসতে পারেনি।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।