হাটহাজারী আঞ্চলিক ভিক্ষু সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিবর্তন এর বার্তা সম্পাদক, বিশ্বশান্তি প্যাগোডার উপাধ্যক্ষ ভদন্ত ধর্ম বোধি ভিক্ষুর গর্ভ ধারিণী মাতা মিনতি বড়ুয়ার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
আজ মংগলবার (১৩ জুলাই ) হাটহাজারীর জোবরা সুগত বিহারে অনুষ্ঠিত অনিত্য সভায় সভাপতিত্ব করেন হাটহাজারীর আঞ্চলিক সংঘনায়ক ভদন্ত শীলরক্ষিত মহাস্থবির।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. জিনবোধি মহাথের । অন্যান্যদের মধ্যে ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথের, ভদন্ত এস লোকজিৎ মহাথের, ভদন্ত দীপানন্দ মহাথের, ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের,ড.বুদ্ধপাল মহাথের, ভদন্ত জ্যোতিশাক্য থের, এম ধর্মবোধি স্থবির, ভদন্ত সংঘমিত্র থের, ভদন্ত দেবপ্রিয় থের প্রমূখ দেশনা করেন ।
উল্লেখ্য, চ.বি. বিশ্বশান্তি প্যাগোডার উপাধ্যক্ষ ভদন্ত ধর্ম বোধি ভিক্ষুর গর্ভ ধারিণী মাতা মিনতি বড়ুয়া আজ সকাল ১০ টায় নিজ বাসভবনে পরলোকগমন করেছেন । (অনিচ্চা বত সাংখারা……..)তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সারজনিত রোগে ভুগছিলেন।