বোয়ালখালী উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নের ডাক্তার কাজল কান্তি বড়ুয়া সড়কের মাথায় পশ্চিম শাকপুরা সার্বজনীন সাধনা বিহার তোরণ নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
শাকপুরা লালচাঁদ বাড়ীস্থ রায়মোহন-স্মৃতিকণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এলাকার কৃতি সন্তান দানশীল ব্যক্তিত্ব, সংগঠক চিম্ময় বড়ুয়া রিন্টু ও তৎসহধর্মিনী এ্যানি চৌধুরীর আর্থিক সহায়তায় নির্মিতব্য এ তোরণ নির্মাণ কাজ উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ বোয়ালখালী উপজেলা শাখার সহসভাপতি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান মহিলা ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক নারীনেত্রী ডাঃ ইলা বড়ুয়া।
২ জুলাই বিকাল ৪টায় পশ্চিম শাকপুরা গোত্রার টেক এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাধারন সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া। এ উপলক্ষে পশ্চিম শাকপুরা সার্বজনীন সাধনা বিহার পরিচালনা কমিটির সভাপতি নাট্যকার অশোক বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন- এলাকার বিশিষ্ট সমাজ হিতৈষী ও আওয়ামী লীগ নেতা আবদুল সালাম, শাকপুরা সার্বজনীন লালচাঁদ শ্মশান কমিটির সভাপতি আওয়ামীলীগ নেতা অনুপম বড়ুয়া সেতু, গ্রাম পুলিশ মানিক বড়ুয়া বাদশা, শাকপুরা লালচাঁদ বিহার সেবা ও উন্নয়ন কমিটির সহ সাধারন সম্পাদক সত্যজিৎ বড়ুয়া বাচ্চু। শাকপুরা ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ সৌরভ বড়ুয়া মামুনের উপস্থাপনায় অনুষ্ঠিত এ সংক্ষিপ্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – কীর্তনশিল্পী পরিতোষ বড়ুয়া, লোকমান সওদাগর, মাহবুবুল আলম, মোঃ শাহ আলম, খোকন বড়ুয়া, দুকুল বড়ুয়া, লিটন বড়ুয়া, সৈকত বড়ুয়া বাবু বড়ুয়া, রিপন বড়ুয়া, জনি বড়ুয়া প্রমুখ।