করোনাভাইরাসের সংকটকালে রাঙ্গুনিয়ায় ১১৫ অসচ্ছল হতদরিদ্রদের মাঝে পরিবারে আবারো ত্রাণ সহায়তা দিয়েছেন মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু ড.শরণপাল ভিক্ষু ।
বৃহস্পতিবার (২ জুলাই) রাঙ্গুনিয়ার পোমরা গ্রামে ধর্ম বর্ণ নির্বিশেষে তাঁর প্রতিষ্ঠিত A Mindful and Kind Nation of Canada এর উদ্যেগে হতদরিদ্রদের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তেল, আলু, পিয়াজ, সাবানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ।
এসময় বিদর্শনাচার্য ভদন্ত শাসনপ্রিয় মহাথের, ভদন্ত সোমানন্দ ভিক্ষু, সমীরণ বড়ুয়া, নিধু বড়ুয়া, যিশু কুমার বড়ুয়া,রাজু প্রসাদ বড়ুয়া, সুমন বড়ুয়া , রিম্পল বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন ।