চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনির্মিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক ও নাট্যনির্দেশক অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া ।
আজ বৃহস্পতিবার (১ জুলাই) তিনি এ পদে যোগদান করেছেন।
এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনির্মিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রথম প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছিলেন চবির কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম। তাকে গত ৩০ জুন ২০২০ সালে এক বছরের জন্য প্রভোস্ট হিসেবে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান।
হলটিতে এ শিক্ষাবর্ষ থেকে আসন বরাদ্দের কথা ছিল ।