পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ পানছড়ি উপজেলা শাখার প্রধান উপদেষ্টা , সমাজ সংস্কারক, কালানাল সাধনা বোধি বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত বীরানন্দ মহাস্থবির আর নেই । (অনিচ্চা বত সাংখারা…..)
মংগলবার ২৯ জুন বিকেল ৪.২৫ মিনিটে নিজ বিহারে পরলোকগমন করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১০ বছর ।
তিনি বাধ্যক্ষজনিত নানা রোগে ভুগছিলেন ।