রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের ভদন্ত ধর্মবোধি ভিক্ষু ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।(অনিচ্চা বত সাংখারা.. ….)
গতকাল ২৮ জুন দিবাগত রাত ১২টার পরপর তিনি পরলোক গমণ করেন।
তিনি ২০১৫ সালে উপসংঘরাজ, একুশে পদকে ভূষিত, পণ্ডিত সত্যপ্রিয় মহাথের মহোদয়ের কাছে শ্রামণ্য ধর্মে দীক্ষিত হন। পরবর্তীতে ২০২০ সালে শুভ উপসম্পদা তথা ভিক্ষুধর্মে দীক্ষিত হন। ভিক্ষুধর্ম গ্রহণের সময় তার উপাধ্যায় গুরু হন ভদন্ত শীলপ্রিয় থের।
শ্রামণ্য ধর্ম গ্রহণের পর থেকে তিনি রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে অবস্থান করছিলেন। বিগত কয়েক মাস থেকে রোগাক্রান্ত হয়ে পড়লে তাকে নিজ জন্মভূমি কক্সবাজার সদর উপজেলার পূর্ব খরুলিয়াস্থ গ্রামে নিয়ে যাওয়া হয়। মৃত্যুর আগপর্যন্ত তিনি সেখানেই ছিলেন।
আজ ২৯ জুন বিকালে খরুলিয়াস্থ তার নিজ গ্রামে বৈকালিক সংঘদানসহ অনিত্য সভা শেষে তার শবদেহ রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে নিয়ে আসা হবে।
আগামী ১ জুলাই বৃহস্পতিবার প্রয়াত ধর্মবোধি ভিক্ষুর স্মরণে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে স্বাস্থ্যবিধি মেনে সর্বশেষ অনিত্য সভা অনুষ্ঠিত হবে। এরপর রামু কেন্দ্রীয় জাদিপাড়া শশ্মানে তাকে সৎকার করা হবে।