রাউজান উপজেলার আবুরখীল কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে ।
বৃহস্পতিবার (২৬ জুলাই) বিহারের সাধারণ সভায় ৩ বছরের জন্য এই কার্যকরী কমিটি গঠিত হয়।
কমিটিতে দানশীল ব্যাক্তিত্ব অভয় কুমার বড়ুয়া রানাকে সভাপতি ও সংগঠক বরণ বড়ুয়াকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ঠ একটি গঠন করা হয়
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি- তেমিয় কুমার মুতসুদ্দী , অমলেন্দু বড়ুয়া, যুগ্ম সম্পাদক- শমন সদয় বড়ুয়া ডালু , প্রদীপ বড়ুয়া, অর্থ সম্পাদক- দিলীপ বড়ুয়া, সহ অর্থ সম্পাদক – আশিষ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক- স্বপন বড়ুয়া, ধর্মীয় সম্পাদক- অরুণ বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক – সজীব বড়ুয়া ছোটন , দপ্তর সম্পাদক – সনজিব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক- শিক্ষক রুপম বড়ুয়া, সহ প্রচার সম্পাদক রিন্টু বড়ুয়া, উশুল কারক- টিসু বড়ুয়া , খোকন বড়ুয়া , সম্মানিত সদস্য বিদ্যুৎ বড়ুয়া, স্বরুপ বিকাশ বড়ুয়া বিতান , মিলন বড়ুয়া , সুজিত বড়ুয়া , পরাগ বড়ুয়া।