ভারত বাংলা উপমহাদেশের বৌদ্ধ ধর্মের পুণ: জাগরণের অগ্রদূত বঙ্গীয় বৌদ্ধ ধর্মাষ্কুর সভার ও জগজ্যােতি পত্রিকার প্রতিষ্ঠাতা কর্মযোগী কৃপাশরণ মহাস্থবির মহোদয়ের ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৫ জুন পটিয়া কর্তালা মিতালী গ্রন্থাগারের উদ্যােগে কর্তালা মিতালী সংস্থা’র মিলনায়তনে স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ: সভাপতি ও কর্তালা বেলখাইন সদ্ধর্মালংকার বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাসারথী প্রজ্ঞানন্দ মহাস্থবির ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার সহ: সাধারণ সম্পাদক ও কর্তালা ধাতুচৈত্য লক্ষ্মী বিহারের অধ্যক্ষ ভদন্ত বোধিপ্রিয় মহাস্থবির, ভদন্ত মেত্তানন্দ ভিক্ষু, ভদন্ত বিজয়ানন্দ ভিক্ষু । সঞ্চালনা করেন বোধন কবিতা আবৃত্তি পরিষদের সদস্য বিজয় চৌধুরী সানি ।
স্মৃতিচারণ সভার উদ্ভোধন করেন কর্তালা মিতালী সংস্থা’র সাধারণ সম্পাদক জিতু চৌধুরীর স্বাগত ভাষনের মধ্য দিয়ে উক্ত স্মৃতিচারণ সভা আরম্ভ হয় ।
স্মৃতিচারণ করেন ভদন্ত বোধিপ্রিয় মহাস্থবির,
কর্তালা বেলখাইন মহাবোধি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিতেন্দ্র লাল বড়ুয়া, অবসরপ্রাপ্ত ব্যাংকার বাবু দুলাল কান্তি চৌধুরী , নিল মানবাধিকার উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক শিক্ষক মিলন কান্তি বড়ুয়া
প্রমুখ ।