সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুন ) দুপুর ২টায় সাতকানিয়ায় সমিতির প্রধান কার্যালয় করইয়ানগর চৈতন্য বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সকলের মতামতের সাপেক্ষে আগামী তিনবছর মেয়াদী এক কার্যকরী পরিষদ গঠন করা হয়।
শীলঘাটা পরিনির্বাণ বিহারের অধ্যক্ষ, বিমুক্তিবারিধি,বিদর্শনাচার্য রত্নপ্রিয় মহাথে্রোকে সভাপতি ও বিবিরবিলা শান্তি বিহারের অধ্যক্ষ সুদেশক এস ধর্মতিলক থেরকে মহাসচিব , রুপানন্দ থের সাংগঠনিক সম্পাদক , প্রজ্ঞাবোধি থেরকে অর্থ সম্পাদক করে ২৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।