আজ মঙ্গলবার (২২ জুন ) ঢাকায় ছড়ারাজ সুকুমার বড়ুয়া’র বাসভবনে অনারম্ভর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন মহামান্য রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব কবি- লেখক সম্পদ বড়ুয়া , অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -বাংলা একাডেমী পদক প্রাপ্ত কবি- লেখক সুজন বড়ুয়া , চারুলতা সম্পাদক চারু উত্তম বড়ুয়া ।