শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় অবস্থিত বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (২০ জুন) বিকেলে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার এলাকায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের খাগড়াছড়ি জেলা কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের খাগড়াছড়ির ট্রাস্টি রুপনা চাকমা এতে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫৮টি বৌদ্ধ মন্দিরে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চাইথোঅং মারমা।
এ সময় তিনি জানান, এ কল্যাণ ট্রাস্ট সবসময় ধর্মীয় কাজে সহযোগিতা করে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে এ অর্থ বিতরণ করা হচ্ছে। তাই তিনি প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা করেন। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের খাগড়াছড়ির ট্রাস্টি রুপনা চাকমা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই বছর ১ কোটি টাকার অনুদান দিয়েছেন। সমগ্র বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন বৌদ্ধ শ্মশান পুনরায় নির্মাণ, বৌদ্ধ সংস্কৃতি কমপ্লেক্স নির্মাণ ও বিভিন্ন প্যাগোডা এবং বৌদ্ধবিহার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই।
খাগড়াছড়ি কল্যাণ ট্রাস্টের সুপারভাইজার দারুন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য শুভ মঙ্গল চাকমা, প্রেস ক্লাব সভাপতি জিতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম।