ফটিকছড়ির হাইদচকিয়া গৌতমাশ্রম বিহারের অধ্যক্ষ,উত্তর ফটিকছড়ি ভুজপুর আঞ্চলিক ভিক্ষু সমিতির সম্মানিত সংঘনায়ক, সদ্ধর্মজ্যোতি প্রয়াত সংঘরত্ন মহাথেরো মহোদয়ের মাসিক তিথি উপলক্ষে- অষ্টপরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) দানানুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ, শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো , প্রধান ধর্মদেশক ছিলেন, হাইদচকিয়া শান্তিধাম বিহারের অধ্যক্ষ ভদন্ত আর্য্যমিত্র মহাথেরো, বিশেষ ধর্মদেশক ছিলেন ভদন্ত বিজয়ানন্দ থের, ভদন্ত সুমনজোতি থেরো, ভদন্ত লোকশ্রী থের প্রমুখ উপস্থিত ছিলেন ।