আমেরিকায় হৃদ্ধী বড়ুয়া এবং দীভ্বি বড়ুয়া’র উপসম্পাদা এবং বৈকালিক সংঘদান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১০ জুন) আমেরিকার ক্যালিফোর্নিয়াস্থ সম্বোধি বিহারে বাংলাদেশের চট্টগ্রাম জেলার, পটিয়া থানাধীন বেলখাইন গ্রামে জন্মজাত, দীপক বড়ুয়া এবং বীথিকা বড়ুয়া ১ম ও ২য় পুত্রকে বৌদ্ধ শাসনে দান করেন।
মহতী প্রবজ্জা ও বৈকালিক সংঘদান অনুষ্ঠানে ড. ভদন্ত লোকানন্দ মাহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত,বৌদ্ধদের তৃতীয় সর্বচ্চো ধর্মীয় গুরু উপসংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের এবং প্রধান সদ্ধর্মদেশক হিসাবে উপস্থিত ছিলেন বাংলা ত্রিপিটক অনুবাদে উৎসাহদানের প্রধান পুরুধা ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের। অনুষ্ঠানে আগত ভিক্ষুসংঘ ও দায়ক দায়ীকাগন দাতা পরিবারের জয়মঙ্গল কামনা করেন।