বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত বছরের জুন মাস থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ভাতাসহ ১ বছরের বেতন-ভাতা বাবদ অর্থের ৪টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ২০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতাদি উত্তোলন করা যাবে।