থাইল্যান্ডের মহাচুলালংকান বিশ্ববিদ্যালয় হতে ভদন্ত অমিতানন্দ ভিক্ষু’র মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন ।
থাইল্যান্ডের মহাচুলালংকান বিশ্ববিদ্যালয় হতে ভদন্ত অমিতানন্দ ভিক্ষুর থিসিস বা গবেষণা কপি প্রকাশের মধ্য দিয়ে ভাষাতত্ত্ব বিষয়ে মহাচুলা বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স সম্পন্ন করে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। তার গবেষণার বিষয় ছিল ‘A Comparative Study of Phonological Bengali Language and Chittagonian Dialect Spoken in Bangladesh”।
ভদন্ত অমিতানন্দ ভিক্ষু রাউজানের হোয়ারাপাড়া নিবাসী ডাঃ প্রমোতোষ বড়ুয়া ও প্রাক্তন ইউপি সদস্যা মিসেস মৈত্রী বড়ুয়ার তৃতীয় সন্তান।