‘‘সীবলী সংসদ” চট্টগ্রামের ত্রি-বাষিক সাধারণ সভা নগরীর জামালখানস্থ বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৪ জুন) বিকেলে সাধারণ সভায় সভাপতিত্ব করেন সীবলী সংসদের সভাপতি বিকাশ কান্তি বড়ুয়া।
সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তুষার কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব এর সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সজীব বড়ুয়া ডায়মন্ড ও বুদ্ধজ্যোতি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ চাপ্টারের পরিচালক বিজয় বড়ুয়া।উদ্বোধনী বক্তব্য দেন সাংবাদিক বিপ্লব বড়ুয়া।
শাওন বড়ুয়া’র সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রণেশ চৌধুরী নন্তু, সুদীপ বড়ুয়া, সুজিত বড়ুয়া, ইমন বড়ুয়া, রুবেল বড়ুয়া, রাকেশ বড়ুয়া, প্রান্তিক বড়ুয়া, সৌরভ চৌধুরী প্রমুখ।
সাধারণ সভায় ২০২১-২০২৪ মেয়াদের ৩১ সদস্য বিশিষ্ট সীবলী সংসদ চট্টগ্রামের নবনির্বাচিত কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হন বিকাশ কান্তি বড়ুয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সৌরভ চৌধুরী।
নবনির্বাচিত কার্যকরি কমিটির সদস্যরা হলেন-
সিনিয়র সহ-সভাপতি রণেশ চৌধুরী নন্তু, সহ-সভাপতি বিপ্লব বড়ুয়া, সুজিত বড়ুয়া, ইমন বড়ুয়া, রিপন বড়ুয়া । সাধারণ সম্পাদক সৌরভ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পিকু বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক শুভময় বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক রুবেল বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শান্তনু বড়ুয়া ও দোলন বড়ুয়া, অর্থ সম্পাদক রাকেশ বড়ুয়া, সহ-অর্থ সম্পাদক প্রবাল বড়ুয়া, দপ্তর সম্পাদক শাওন বড়ুয়া, সহ-দপ্তর সম্পাদক দীপ্র বড়য়া, পরিকল্পনা সম্পাদক প্রান্তিক বড়ুয়া, সহ-পরিকল্পনা সম্পাদক মিলশন বড়ুয়া, প্রচার সম্পাদক অপু বড়ুয়া, সহ-প্রচার সম্পাদক বিজয় বড়ুয়া,হিসাব নিরীক্ষণ সম্পাদক সঞ্চয় বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক ধ্রুব বড়ুয়া, মহিলা সম্পাদিকা বর্ণমালা বড়ুয়া, প্রকাশনা সম্পাদক মুন্না বড়ুয়া, সহ-প্রকাশনা সম্পাদক অপরুপ বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অতনু বড়ুয়া, ধর্মীয় সম্পাদক বিমলানন্দ ভিক্ষু, সমাজকল্যান সম্পাদক টিটু বড়ুয়া। কার্যনির্বাহী সদস্য- সুদীপ বড়ুয়া, সৌরভ বড়ুয়া, তপু বড়ুয়া রবি। ।