রাউজান আর্য্যমৈত্রেয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা গীতা রানী বড়ুয়া আর নেই । (অনিচ্চা বত সাংখারা…..)
আজ শুক্রবার (৪ জুন ) সন্ধ্যা ৭টায় ঢাকা স্কয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০বৎসর ।
তিনি এক পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (৫ জুন) প্রয়াত শিক্ষিকা গীতা রানী বড়ুয়ার শেষকৃত্য দুপুর ১.৩০ মিনিটে রাউজান (বড়পাড়া) নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।