চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া বেপারীপাড়া গ্রামে “রত্নাঙ্কুর ইংরেজি শিক্ষা কার্যক্রমের ২য় ব্যাচের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
আজ শুক্রবার (৪ জুন ) বেপারীপাড়া রত্নাঙ্কুর বিহারে শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয়েছে আলোকিত প্রজন্ম ও শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মুক্ত আলোচনা সভা।
উক্ত আলোচনা সভায় শিক্ষা কার্যক্রম গতিশীল ও যুগোপযোগী করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাসিমপুর সুনন্দারাম বিহারের আবাসিক সুমনজ্যোতি শ্রামণ পবিত্র ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
সভায় বক্তব্য রাখেন রত্নাঙ্কুর বিহারের অধ্যক্ষ ভদন্ত এল অনুরুদ্ধ মহাথের, উপাধ্যক্ষ ধর্মদূত ড. সুমনপ্রিয় থের, চেমী কপিলাবস্তু বিহারের অধ্যক্ষ কথা সাহিত্যিক ভদন্ত দীপঙ্কর থের, রত্নাঙ্কুর সভার সাধারণ সম্পাদক এডভোকেট বিতাশোক বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতির সভাপতি পূরবী বড়ুয়া,ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সুনাম কুমার বড়ুয়া, রত্নাঙ্কুর সভার যুগ্ম সাধারণ সম্পাদক বাবু দীপন কুমার চৌধুরী,জিনপ্রিয় বড়ুয়া, গৌতম কুমার বড়ুয়া, অনুপম বড়ুয়া, শান্তনু বড়ুয়া শিক্ষার্থীদের পক্ষে মম বড়ুয়া, বাপ্পী বড়ুয়া, রিচি বড়ুয়া (ইংরেজিতে), প্রমি বড়ুয়া, ও চন্দ্রিকা বড়ুয়া (ইংরেজিতে)।
এছাড়াও উপস্থিত ছিলেন রত্নাঙ্কুর সভার কর্মকর্তা বৃন্দ, তরুণ কর্মী সংঘের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন গ্রাম থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। তরুণ কর্মী সংঘের উদ্যোগে সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
রত্নাঙ্কুর ইংরেজি শিক্ষা কার্যক্রম আয়োজনে রত্নাঙ্কুর সভা, এ শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন ভদন্ত ড. সুমনপ্রিয় থের, উপাধ্যক্ষ সাতবাড়ীয়া বেপারীপাড়া রত্নাঙ্কুর বিহার।