আমেরিকার লস এঞ্জেলেসে ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে।
রবিবার (৩১ মে ) লস এঞ্জেলেসস্থ অনুপমা রিয়া মিলনায়তনে লস এঞ্জেলেস বৌদ্ধ সম্প্রদায়ের অন্তর্গত ‘ লস এঞ্জেলেস বৌদ্ধ বিহার’ আয়োজিত এ মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. করুণানন্দ মহাথের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলংকার বৌদ্ধ গুরু ভিক্ষু কল্যাণমিত্র। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিনয়ানন্দ মহাথের ও রতনশ্রী ভিক্ষু।
অধ্যাপক তুষিত কান্তি বড়ুয়া পঞ্চশীল মাধ্যমে তিন পর্বে অনুষ্টিত অনুষ্ঠানের ১ম পর্বের সঞ্চালনা করেন রনি বডুয়া, কবিতা বড়ুয়া ও নিউটন বড়ুয়া। দ্বিতীয় অংশে দায়িত্বপ্রাপ্ত নতুন কমিটির সদস্যবর্গের নাম ঘোষণা করা হয়।
তৃতীয় অংশে দুপুরের ভোজন সভার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নয়ন বড়ুয়ার পরিচালনায় গান পরিবেশন করেন মল্লিকা,স্মৃতি, সাথী,শ্বেতা,শ্রাবন্তী,শর্মিলা,মার্টিনা,সংগীতা,বীণা বড়ুয়াসহ অনেকে।
উদ্বোধনী ভাষণে অমরেন্দ্র বড়ুয়া সবার কাছে বুদ্ধ পুর্ণিমার গুরুত্ব তুলে ধরেন। সুমন বড়ুয়া স্বাগত ভাষণে সবার সম্মিলিত অংশগ্রহণ কামনা করেন।
অনুষ্ঠানের চুম্বকাংশ ‘কৈশোরে বুদ্ধ চিন্তা’ বিষয়ক বক্তৃতা পর্বে এক ঝাঁক শিশু-কিশোরের অংশগ্রহণে দারুণ পরিবেশের সৃষ্টি হয়।সভায় আরো উপস্থিত ছিলেন শোভা রাণী বড়ুয়া,যীশু বড়ুয়া,রাসেল বড়ুয়া,অমীরন বড়ুয়া,ইরন বড়ুয়া ,পিপলু বড়ুয়া,রিংকু বড়ুয়া,সুবল বড়ুয়া,রিশু বড়ুয়া ,সন্তু বড়ুয়া ,অসিত বড়ুয়া সহ অনেকে। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রিয়রন্জন বড়ুয়া,রানা বড়ুয়া,দেবু বড়ুয়া জয়, সেকু বড়ুয়া প্রমুখ।সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ত্রিদিব বড়ুয়া।