বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের দূর্গম এলাকায় তালুকদার পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭০ টি পরিবারের মাঝে আর্থিক ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (১৭মে) মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ(MWA) এসব ত্রান সামগ্রী বিতরণ করেন।
অগ্নিদূর্গতদের সার্বিক সহযোগিতা করার জন্য অত্র সংগঠনের পক্ষ থেকে অর্থ তহবিল গঠন করে সহযোগিতার করতে প্রার্থনা করেন। অত্র সংগঠনের অর্থ তহবিলে দেশ বিদেশ বিত্তবান ও সচ্ছল অনেক দাতা আর্থিক সহযোগীতা করতে অর্থ প্রদান করেছেন।দাতাগণ প্রতি আমরা কৃতজ্ঞতাসহ দাতাগণে পারিবারিক সুখশান্তি কামনা করা হয়।আশা করি আগামীতেও আপনাদের সার্বিক সহযোগিতা প্রদান করে জাতির দুঃদিনে মানবতার পাশে থাকবেন। অত্র মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন – (MWA) পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের প্রতি ঘরনির্মাণ সামগ্রী ও আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ভদন্ত গুনবংশ থের, যূগ্ন আহ্বায়ক অংশেপ্রু মারমা অংশে, রাঙ্গামাটি জেলা শাখা আহ্বায়ক ভদন্ত নাইন্দিয়া থের,সদস্য সচিব রাংহ্লামং মারমা,বান্দরবান রুমা অনাথালয়ে নির্বাহী পরিচালক ও বান্দরবান জেলা আহ্বায়ক ভদন্ত নাইন্দিয়া থের,চট্টগ্রাম মহানগর শাখা সদস্য সচিব উসুইথোয়াই মারমা, বান্দরবান সদর ভদন্ত নাইন্দাসারা ভিক্ষু,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি উথোয়াই মারমা, মিতালী মারমা,উক্রা মারমা,সদস্য হ্লাপ্রুচাই মারমা, সুইচিং মারমা,সৌরভ মারমা,উখ্যাইমং মারমা,হ্লাব্রেচাই মারমা রিমন,সুইহ্লাপ্রু মারমা,এচিং মারমা, ম্রাসাজাইন মারমা ম্রামং, প্রমূখ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।