বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা ও সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের উপদেষ্টা, ফটিকছড়ি ছিলোনীয়া জ্ঞানরত্ন বিহারের অধ্যক্ষ, বিদর্শন সাধক ভদন্ত প্রজ্ঞালোক মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (২৯ মে) ফটিকছড়ির ছিলোনীয়া জ্ঞানরত্ন বিহার প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় সকালে প্রয়াত ভদন্ত প্রজ্ঞালোক মহাথের’র নৈর্বাণিক শান্তি কামনায় বুদ্ধপূজা, অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়।
সকালের অনুষ্ঠান
এতে ১ম পর্বে অষ্ট পরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া পূর্ণাচার ভিক্ষু সংঘ সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের।
অনুষ্ঠানের ২য় পর্বে অনিত্য সভা ও অন্ত্যেষ্টিক্রিয়া বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ ,শাসন শোভন জ্ঞানভানক ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের সভাপতিত্বে এতে প্রধান জ্ঞাতি ছিলেন ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের, প্রধান ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাচ্যভষা বিভাগের চেয়ারম্যান ভদন্ত জ্ঞানরত্ন মহাথের, মুখ্য আলোচক ছিলেন ধর্মসারথি ভদন্ত শাসনানন্দ মহাথের। বিশেষ ধর্মদেশক ছিলেন ভদন্ত সুগতপ্রিয় মহাথের, ভদন্ত প্রজ্ঞাপাল মহাথের,ভদন্ত আয্যপাল মহাথের, ভদন্ত এম বোধিমিত্র মহাথের। বিশেষ অতিথি ছিলেন ভদন্ত সুমনাতিষ্য মহাথের , ভদন্ত দীপানন্দ মহাথের, ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের, ভদন্ত প্রিয়ানন্দ মহাথের, ভদন্ত বুদ্ধপাল মহাথের, ভদন্ত এস লোকজিৎ মহাথেরো। মংগলাচারণ করেন ভদন্ত সুমনাপ্রিয় ভিক্ষু । অন্যান্যদের মধ্যে অধ্যাপক তুষার কান্তি বড়ুয়া, অধ্যাপক সন্জীব বড়ুয়া, দিবাকর বড়ুয়া চন্দন, প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া, অমলেন্দু বড়ুয়া, মৃদুল বড়ুয়া, নবারুন কান্তি বড়ুয়া প্রমুখ স্মৃতিচারণ করেন।
সঞ্চালনা করেন ভদন্ত অমৃতানন্দ ভিক্ষু ,অধ্যাপক পলাশ কান্তি বড়ুয়া , বিদ্যুৎ বড়ুয়া।
উল্লেখ্যযে, প্রয়াত মহাথের গত ২৪ মে সোমবার সকাল ১১.২৮ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে নানা রোগে ভুগছিলেন।