হাইদচকিয়া গৌতমাশ্রম বিহারে প্রয়াত অধ্যক্ষ সদ্ধর্মজ্যোতি এস. এম সংঘরত্ন মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ মে) ফটিকছড়ি হাইদচকিয়া গৌতমাশ্রম বিহারে সকালে সদ্ধর্মজ্যোতি এস. এম সংঘরত্ন মহাথের’র নৈর্বাণিক শান্তি কামনায় বুদ্ধপূজা, অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাথে্রোর সভাপতিত্বে অনুষ্ঠিত সংঘদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভদন্ত প্রিয়ানন্দ মহাথের, প্রধান জ্ঞাতি ছিলেন ভদন্ত ড. জিনবোধি ভিক্ষু, উদ্ধোধক ছিলেন ভদন্ত প্রিয়রত্ন মহাথের, প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত শাসন বংশ মহাথের,
বিকেলে অনিত্যসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ড. শীলানন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সভাপতি ভদন্ত জিনালংকার মহাথের, প্রধান ধর্মদেশক ছিলেন- প্রফেসর ড. জ্ঞানরত্ন মহাথের । বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আফতাব উদ্দিন , বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রন্জন বড়ুয়া, অধ্যক্ষ গোলাম নুর ।
সভার শুরুতে উদ্বোধনী ভাষণ প্রদান করেন- বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এর সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়। দেশনা করেন ভদন্ত প্রিয়রত্ন মহাথের , ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথের, ভদন্ত বিপুলাসেন মহাথের প্রমুখ।