1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০১:০০ অপরাহ্ন

আমেরিকার রাষ্ট্রীয় ভবন হোয়াইট হাউসে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক
  • সময় শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৫২৪ পঠিত
আমেরিকার আন্তর্জাতিক বৌদ্ধ সংস্থা, ধর্ম অ্যাকশন ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম বারের মত আমেরিকার রাষ্ট্রীয় ভবন হোয়াইট হাউসে ত্রি-স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়।
বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ এবং মহাপরিনির্বাণ লাভ এই তিনটি স্মৃতির স্মরণার্থে একটি মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। সেকেন্ড জেন্টলম্যান ডগলাস এমফোফ এবং বৌদ্ধ ধর্মের তিনটি প্রধান শাখার (বজ্রযান, মহাযান, থেরবাদ) প্রতিনিধিগণের উস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থনার আয়োজন করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন এই অনুষ্ঠানে বলেন, “এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বিশ্বজুড়ে বৌদ্ধ সম্প্রদায়ের অমূল্য অবদানকে উদযাপন করি। আমরা আজ বৌদ্ধদের সাথে যোগ দিয়েছি নিজেদের মধ্যে তাদের মধ্যে থাকা সহযোগীতার বিশ্বজনীন নীতি, শান্তি এবং মানবতার প্রতি সম্মান ও মর্যদাকে ধারণ করার জন্য।” “এই দিনটি আমাদের সকলকে অংশীদারি মূল্যবোধের প্রতিফলন ঘটাতে এবং সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে সর্বোত্তম পৃথিবী গড়ে তোলার জন্য অনুপ্রাণিত করবে।” আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতির মাধ্যমে অনুষ্ঠানের সাথে একাত্বতা ঘোষণা করেন। তিনি বুধবার হোয়াইট হাউস কর্তৃক প্রকাশিত তার সরকারী বার্তায় ঘোষণা করেন- “সিদ্ধার্থের জন্ম, বোধিজ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ দিনটিকে স্মরণ করার মাধ্যমে [ফার্স্ট লেডি] জিল বাডেন এবং আমি আমেরিকা এবং বিশ্বজুড়ে বৌদ্ধদের কাছে আমাদের উষ্ণ শুভেচ্ছা জানাই। একটি প্রদীপের আনুষ্ঠানিক আলোকসজ্জা, পবিত্রতার প্রতীক যা ২৫০০ বছরেরও বেশি সময় ধরে পালিত হয়ে আসছে। দিনটি আমাদের বৌদ্ধ ধর্মে নিহিত করুণা, নম্রতা, মানবতা এবং নিঃস্বার্থতার শিক্ষাগুলির স্মরণ করিয়ে দেয় যা আজকের দিনে খুবই দরকার। আজকের এই দিনে আমরা আমেরিকার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনেক অবদানকে স্মরণ করি যা আমাদের সম্প্রদায় এবং দেশকে সমৃদ্ধ করেছে। আমরা সবাই একত্রে সামনের উজ্জ্বল দিন সৃষ্টি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।” (হোয়াইট হাউস) “বজ্রাযান বৌদ্ধধর্মের প্রতিনিধি হিসাবে সর্ব প্রথম তারথং তুলকু রিনপোচে হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে প্রথম ভেসাক দিবস উদযাপন করেন!” জঙ্গসার খিয়ন্তসে রিনপোচের সংগঠন, বুদ্ধধর্ম কার্যকলাপকে সমর্থনকারী বৌদ্ধ গোষ্ঠীগুলির একটি আন্তর্জাতিক সমষ্টিগত অংশ “Siddhartha’s Intent India” প্রকল্পের পরিচালক প্রশান্ত ভি, বলেন,- “রিনপোচের কন্যা, আমেরিকা আন্তর্জাতিক বৌদ্ধ সমিতি’র সভাপতি সেমো ওয়াংমো ডিক্সি ( Wangmo Dixy) এই অনুষ্ঠানের সমন্বয় করেন এবং প্রিয় বন্ধুরা বিগত কয়েক ঘন্টা আমার জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্তগুলির মধ্যে কেটে গেছে যা আমি কখনই ভুলতে পারব না। আমি বর্তমানে ওয়াশিংটন ডিসিতে থাকাকালীন, আপনারা কেউ কেউ জিজ্ঞাসা করেছেন যে হোয়াইট হাউসে ভেসাক ডে উদযাপন করা কেমন ছিল তাই আমি আমেরিকান জন্মগ্রহণকারী একজন বৌদ্ধ হিসাবে আমার হৃদয়ের কাছে যে কথাগুলি জমা রইলাম তা আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। “আমেরিকার আন্তর্জাতিক বৌদ্ধ সংস্থা, ধর্ম অ্যাকশন ফাউন্ডেশন, সমস্ত আমেরিকান বৌদ্ধ, এবং বিশ্বব্যাপী কয়েক লক্ষ লক্ষ বৌদ্ধের পক্ষে আমরা একসাথে এখানে ধন্য, বুদ্ধের সম্মানে এই প্রদীপ জ্বালাতে দাঁড়িয়েছি। , যার জীবন এবং শিক্ষা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। তাঁর জন্ম, আলোলাভ এবং তাঁর মহাপরিনির্বাণ উপলক্ষে আজ আমরা যে প্রার্থনা করি, তা সকল মানুষকে, বিশেষত আমাদের হৃদয়ভূমির ভারতে আমাদের ভাইবোনদের জন্য শান্তি ও নিরাময় বয়ে আনুক May ধর্ম এবং আমেরিকার হোয়াইট হাউস, এখান থেকে যে আলোটি ছড়িয়ে পড়ে তা সমগ্র বিশ্বকে জ্ঞান এবং সম্প্রীতি বয়ে আনতে পারে। সমস্ত প্রাণীরা সুখী হোক; সমস্ত প্রাণীরা কষ্ট এড়াতে পারে; সমস্ত মানুষকে এমন সুখ থাকতে পারে যা কষ্ট থেকে মুক্ত থাকে may ; সমস্ত প্রাণীর সংযুক্তি, বিদ্বেষ বা উদাসীনতা থেকে মুক্ত, অপরিমেয় সমতা উপভোগ করা উচিত। ” আমরা সবাই একত্রিত হয়ে পিস্লোভুইটিউনিটির ছত্রছায়ায় এক হয়ে যাই। তিনি বলেন, অনুষ্ঠানে সেকেন্ড জেন্টলম্যান ডগলাস এমফোফ, মহাযান বৌদ্ধদের প্রতিনিধি রেভ. মারভিন হারদা, থেরবাদ বৌদ্ধদের প্রতিনিধি শ্রদ্ধেয় ড. উপরত্ন মহাথেরা উপস্থিত ছিলেন।” সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক পৃথক বার্তায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেছেন: আজ মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বিশ্বজুড়ে বৌদ্ধরা ভেসাক উদযাপনের মাধ্যমে সিদ্ধার্থের জন্ম, জ্ঞানার্জন এবং মহাপরিনির্বাণকে সম্মান জনায়। ভেসাক নিঃসন্দেহে, একে অপরের প্রতি সমবেদনা, ঐক্য এবং যত্নের প্রতীক। এই মানবতার শিক্ষার চেয়ে কোন গুরুত্বপূর্ণ শিক্ষা আজ হতে পারে না। ডগলাস এমফোফ এবং আমি যারা দিনটি উদযাপন করছেন তাদের সকলকে শুভ কামনা জানাই! সেক্রেটারি ব্লিংকেনও ভেসাক উপলক্ষ্যে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা শেয়ার করেছেন: ভেসাক ডেতে, আমরা বিশ্বব্যাপী বৌদ্ধ সম্প্রদায়ের অমূল্য অবদানকে উদযাপন করি। দিনটি আমাদের সকলকে সহানুভূতি, শান্তি এবং মানবিক মর্যাদার প্রতি শ্রদ্ধার জন্য অনুপ্রাণিত করে। হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানটির সঞ্চলন করেন ধর্ম ইন্টু ফাউন্ডেশনের সভাপতি শেকার নরসিমহান। সেমো ওয়াংমো ডিক্সি বলেন- “অত্যান্ত আশ্চর্যজনক যে আমেরিকান গণতন্ত্রের কেন্দ্রবিন্দুতে বৌদ্ধ অনুশীলনের তিনটি মহান শাখা এক সাথে প্রার্থনা করেছে।” “এই শুভ দিনে বুদ্ধের জীবন ও শিক্ষা প্রতিপালনের শপথ এখানেই নেওয়া উচিত। আজ হোয়াইট হাউসে বসে যে প্রার্থনা করেছি তার প্রভাবে সমস্ত প্রাণীর জীবনে নিয়ে আসুক অনাবিল শান্তি আর আরোগ্য, বিশেষত ধর্মের প্রাণকেন্দ্র, ভারতে বসবাসকারী আমাদের ভাই-বোনদের জীবনে। আমেরিকা হোয়াইট হাউসে প্রজ্জ্বলিরত প্রদীপের আলো সমস্ত বিশ্ব জুড়ে জ্ঞান ও সম্প্রতির আলো হয়ে ছড়িয়ে পড়ুক। আমেরিকার বৌদ্ধ ইতিহাসকে সম্মান ও স্মরণীয় রাখতে আমরা আজ এক মিলিয়ন প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি। ”
Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!