বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা ও সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের উপদেষ্টা, ফটিকছড়ি ছিলোনীয়া জ্ঞানরত্ন বিহারের অধ্যক্ষ, বিদর্শন সাধক ভদন্ত প্রজ্ঞালোক মহাথের’র অন্তেষ্টিক্রিয়া আগামীকাল শনিবার (২৯ মে ) ফটিকছড়ির ছিলোনীয়া জ্ঞানরত্ন বিহার প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হবে।
ছিলোনীয়া জ্ঞানরত্ন বিহারের প্রয়াত অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞালোক মহাস্থবির মহোদয়ের অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান এ উপলক্ষে ২৮ মে ২০২১ খ্রি: শুক্রবার সন্ধ্যায় বিহার হলে বুদ্ধ কীর্ত্তণ পরিবেশিত হবে।
উল্লেখ্যযে, প্রয়াত মহাথের গত ২৪ মে সোমবার সকাল ১১.২৮ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে নানা রোগে ভুগছিলেন।