‘শুভ বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের ও মহাসচিব ভদন্ত বোধিমিত্র মহাথের।
আগামীকাল ২৬শে ২০২১ইং,বুধবার,২৫৬৫ বুদ্ধাব্দ বাংলাদেশ ও বিশ্বের বৌদ্ধ সম্প্রদায় প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ‘বুদ্ধ পুর্ণিমা’ যথাযথ ধর্মীয় মর্যাদায় পালন করবে। রাজকুমার সিদ্ধার্থের জম্ম,গৌতমের বোধিজ্ঞান লাভ ও বুদ্ধের মহাপরিনির্বাণ লাভের পূণ্যস্মৃতি বিজড়িত পুর্ণিমাই ‘বুদ্ধ পুর্ণিমা’। বুদ্ধপুর্ণিমার এই পবিত্র দিনে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের ও মহাসচিব ভদন্ত বোধিমিত্র মহাথের এক বিবৃতিতে, বাংলাদেশসহ সমগ্র বিশ্বের জনগণের সুখ,শান্তি,সমৃদ্ধি কামণা করেছেন।সর্বস্তরের মানবজাতীকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ সমগ্র বিশ্ব মরণব্যাধি করোনাভাইরাস সংক্রমন মুক্ত হওয়ার জন্য প্রত্যক বৌদ্ধ বিহার/প্যাগোডাসমূহে বিশেষ প্রার্থণা সভার আয়োজনের আহ্বান জানিয়েছেন।
জগতের সকল প্রাণী সুখী হউক।