বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রয়াত ভদন্ত উদয়ন জ্যোতি মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ২৭ ও ২৮ মে ২০২১ইং বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিনব্যাপী বান্দরবান সার্বজনীন কেন্দ্রিয় বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হবে ।
দুইদিন ব্যাপী অনুষ্ঠানমালায় বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা, হাজার প্রদীপ প্রজ্বলন, ফানুস উত্তোলন, বৌদ্ধ কীর্তন, বিশ্ব শান্তি মঙ্গল কামনায় সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, ভিক্ষুসংঘের পিন্ডদান, প্রয়াত ভদন্ত উদয়ন জ্যোতি মহাস্থবিরের নৈর্বাণিক শান্তি কামনায় বুদ্ধপূজা, অষ্টপরিষ্কারসহ সংঘদান, আলং নৃত্য সহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে উদ্যাপিত হবে ।
আর ২৮ মে শুক্রবার বিহার প্রাঙ্গনে সন্ধ্যা ৬ টায় প্রয়াত ভান্তের পবিত্র শবদেহে আতশবাজি প্রজ্বলনের মাধ্যমে অগ্নিসংযোগ করা হবে।
অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথের এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বৈশাখী বড়ুয়া প্রমুখ।