চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক সুসেন কুমার বড়ুয়া।
আজ বৃহস্পতিবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ৷
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ সুসেন কুমার বড়ুয়া ১৪তম বিসিএস (শিক্ষা) এর মাধ্যমে খাগড়াছড়ি সরকারি কলেজে যোগদানের মধ্যদিয়ে চাকরি শুরু করেন। পরে সরকারি আশুতোষ কলেজ,রাঙ্গামাটি সরকারি কলেজ এবং সর্বশেষ সরকারি কমার্স কলেজ চট্টগ্রামের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন।
তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার ভালুকিয়া পালং গ্রামের জন্ম জাত সন্তান ।