রাষ্ট্রীয় সম্মান ও শেষ শ্রদ্ধায় দাহক্রিয়া মানিকছড়ি উপজেলা যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি চিত্ত সুখ বৌদ্ধ বিহারের ধার্মিক উপাসক,বীর মুক্তিযোদ্ধা সুয়েমং মারমা( ৮০) গতকাল ১৬ মে বিকাল ৪ঃ২৫ টা সময় নিজগৃহে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
আজ ১৭ মে বিকাল ৩ টা নিজ বাড়ী বরইতলী সামাজিক শ্মশানে রাষ্ট্রীয় সম্মান ও শেষ শ্রদ্ধায় দাহক্রিয়া সম্পন্ন হয়। মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ ও থানা অফিসার ইনচার্জ মোঃ আমির হোসেন গার্ড অব অর্নার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃজয়নাল আবেদীন,সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য জনাব এম এ জব্বার,লক্ষীছড়ি উপজেলা সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য বাবু রেম্রাচাই চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড মোঃশফিকুল ইসলাম, যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যয়জরী মহাজন,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতৃবৃন্দ ও তাঁর সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় সম্মান ও শ্রদ্ধা নিবেদন শেষে ধর্মীয় রীতিমতো অনিত্য সভা শেষে ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধাকে দাহক্রিয়া সম্পন্ন করা হয়।উপজেলা প্রশাসন সাথে বিভিন্ন সামাজিক সংগঠনে পক্ষ থেকেও শেষ শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।