সাতকানিয়া করইয়ানগর সদ্ধর্মোদয় বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বিজয়ানন্দ মহাথের আর নেই। (অনিচ্চা বত সাংখারা………)
করইয়ানগর চৈতণ্য বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ প্রিয় থের জানান, শনিবার (১৫ মে ) দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটে লোহাগাড়া মা মণি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত নানা রোগে ভূগছিলেন ।