ঢাকাস্থ আশুলিয়া বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের আবাসিক ভদন্ত প্রজ্ঞালোক স্থবির আর নেই । (অনিচ্চা বত সাংখারা…….)
আজ বুধবার (১২মে ) রাত ০৯ টা ১২ মিনিটে নিজ বিহারে পরলোকগমন করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত নানা রোগে ভূগছিলেন ।
তিনি চন্দনাইশ থানাধীন কানাইমাদারী গ্রামের জন্মজাত ।
আগামীকাল বৃহস্পতিবার (১৩ মে ) আশুলিয়া বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে প্রয়াতের অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে ।