চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাদদেশে অবস্থিত বিশ্বশান্তি প্যাগোডা পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নব নিযুক্ত
উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে।
আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল ) উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে উপ-উপাচার্য হিসেবে প্যাগোডায় আসলে বিশ্বশান্তি প্যাগোডার উপাধ্যক্ষ ভদন্ত ধর্মবোধি ভিক্ষু তাকে স্বাগত জানান।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য নিযুক্ত হবার প্রথম কর্ম দিবসে বুদ্ধের পাদমূলে প্রদীপ প্রজ্জ্বলন করে শ্রদ্ধা নিবেদন করেন ।
এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক অরুপ বড়ুয়া, কলেজ পরিদর্শক শ্যামল রঞ্জন চক্রবর্তী, চবির সনাতন ধর্ম পরিষদের সভাপতি অধ্যাপক তাপসী ঘোষ রায়, ড. সুমন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।