ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভা (বুদ্ধগয়া’র) মহামান্য সংঘরাজ অধ্যাপক ডঃ সত্যপাল মহাথের আর নেই। (অনিচ্চা বত সাংখারা…..)
আজ মংগলবার ( ৪ মে) ভারতীয় সময় ভোর ৩.৪৫ মিনিটে পরলোকগমন করেন।
ভারতীয় সংঘরাজ ভদন্ত ডঃ সত্যপাল মহাথের করোনা আক্রান্ত হয়ে গয়ার এইমস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি ভারতের বিহার রাজ্যের পবিত্র বুদ্ধগয়াস্হ আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের সভাপতি, ভারতের রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত, পণ্ডিত, বৌদ্ধ গবেষক, লেখক,দিল্লি বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধ অধ্যায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক।