পটিয়া উপজেলার ঊনাইনপূরা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক মৃদুল কান্তি চৌধুরী আর নেই। (অনিচ্চা বত সাংখারা…..)
আজ বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬.০০ টায় লাং ক্যান্সার জনিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে নগরীর একটি ক্লিনিকে পরলোকগমন করেন।
মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর।
তিনি স্ত্রী, ১ কন্যা, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল সকাল ৯.৩০ টায় চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জস্থ নব পণ্ডিত বিহার মিলনায়তনে অনিত্য সভা অনুষ্ঠিত হবে।অনিত্যসভা শেষে চান্দগাঁও মহাশ্মশানে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।
তিনি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি সহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন ।