ফটিকছড়ি অঞ্চলের আঞ্চলিক সংঘপ্রধান, অষ্টগ্রাম ভিক্ষু সমিতির সভাপতি, নানুপুর গৌতম বিহারের অধ্যক্ষ স্বদ্ধর্মধ্বজ্জ ভদন্ত শ্রদ্ধালংকার মহাথেরোর জাতীয় অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে ১৬-১৭ ডিসেম্বর ২০২১ ইংরেজি, বৃহস্পতি ও শুক্রবার।
২ দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে প্রয়াত ধর্মীয় গুরু ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের’র নির্বাণ সুখ কামনায়- মঙ্গল শোভাযাত্রা, অষ্ট পরিস্কারসহ মহাসংঘদান, স্মৃতিচারণ সভা, ধর্মসভা, ভিক্ষু সংঘের পিন্ডদান, অতিথি ভোজন, চিত্র প্রদর্শন, আলং নৃত্য, শেষকৃত্যানুষ্ঠান ও বাংলাদেশসহ বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচীর রয়েছে।
প্রয়াত শ্রদ্ধালংকার মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সফল করতে ইতিপূর্বে জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদ, উপদেষ্টা পরিষদ ও পৃথক উপ-পরিষদ গঠন করা হয়েছে।
উল্লেখ্য , প্রয়াত ভদন্ত শ্রদ্ধালংকার মহাস্থবির গত ৯ মার্চ বিকেল ৫ টা ১৫ মিনিটে নগরীর ম্যাক্স হাসপাতালে ৭৬ বছর বয়সে পরলোকগমন করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত নানা রোগে ভূগছিলেন।