বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে ত্রিরত্ন সংঘের প্রাণ দান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৪ এপ্রিল ) প্রতি বছরের ন্যায় এবছর ও ত্রিরত্ন সংঘের ভিন্ন আয়োজনে প্রাণী অবমুক্তকরণ বা প্রাণ দান কর্মসূচি
পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে প্রাণী অবমুক্তকরণ করা হয়।
বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনায় চট্রগ্রামের কর্নফুলী নদীতে প্রাণী অবমুক্ত করা হয়। যেসব প্রাণীগুলো ছিল কাছিম ও শিং মাছ। প্রাণী অবমুক্ত করার পরে সকলে সমবেত প্রার্থনা ও বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউ থেকে সকলে রক্ষার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
এসময় ত্রিরত্ন সংঘের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।