সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সহ সভাপতি , বান্দরবান সার্বজনীন কেন্দ্রিয় বিহারের অধ্যক্ষ , সুদেশক ভদন্ত উদয়জ্যোতি মহাথের আর নেই। (অনিচ্চা বত সাংখারা…….)
আজ সোমবার (১২ এপ্রিল) সকাল ১০.৪৫ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।