ভারতীয় সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল, মনোজ মুকুন্দ নারাভান রামুর ভুবন শান্তি ১০০ ফুট দীর্ঘ সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তি পরিদর্শন করেছেন।
আজ শুক্রবার (৯ এপ্রিল ) বেলা ১ টা ৩০ মিনিটে কক্সবাজারের রামু উত্তর মিঠা ছড়ি বড়ুয়া পাড়ায় পাহাড়ের চূড়ায় অবস্থিত দেশের সর্ববৃহৎ ভুবন শান্তি ১০০ ফুট দীর্ঘ সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তি পরিদর্শনে আসলে বিহার পরিচালনা কমিটির সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান।
বিহারে পৌঁছেই ১০০ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি পরিদর্শন করেন। পরে তিনি দেশের সর্ববৃহৎ ১০০ ফুট বুদ্ধ মূর্তি চারিদিকে ঘুরে দেখেন।
পরে ভারতীয় সেনা প্রধান বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ১০০ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তির প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ ভদন্ত করুনাশ্রী মহাথেরোর সাথে কুশল বিনিময় করেন। এবং পরিদর্শন বইয়ে সাক্ষর করেন।
এ সময় রামু সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া মেজর জেনারেল আহমদ তাবরেজ শামস্ চৌধুরী, রামু থানা পুলিশের ওসি তদন্ত অরুপ বড়ুয়া চৌধুরী, জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান, কামাল সামশুদ্দীন আহমেদ প্রিন্স সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত করুনাশ্রী মহাথেরো বিহার পরিদর্শনে আসায় বাংলাদেশ সফররত ভারতীয় সেনা প্রধানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।