চট্টগ্রাম কাটগড় এলাকা থেকে সীমান্ত বড়ুয়া এক ছেলে ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন । গতকাল (৩এপ্রিল) সকাল আনুমানিক ১০ টা থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছেনা।
সে রাউজানের পশ্চিম বিনাজুরী নিবাসী সৌমেন বড়ুয়ার একমাত্র সন্তান ।নিখোঁজ সীমান্তের পরণে ছিল লাল রঙের গেঞ্জি এবং শর্ট প্যান্ট।
যদি কোন ব্যক্তি নিখোঁজ ছেলেটির সন্ধান পান তাহলে মোবাইল ০১৮৯০৬৬০৮৫৫, ০১৭৮১১৬১২১২, ০১৬৩০৫৯৯৪১৭ এ নাম্বারে যোগাযোগ করার জন্য।