বাংলাদেশ মারমা(মগ) মাতৃভাষা ধর্মীয় শিক্ষা পরিষদের বার্ষিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ এপ্রিল ) বাংলাদেশ মারমা(মগ) মাতৃভাষা ধর্মীয় শিক্ষা পরিষদের উদ্যোগের খাগড়াছড়ি জেলা মোট ১৯ টি কেন্দ্রে একযোগে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি মানিকছড়ির যোগ্যাছোলা পরীক্ষা কেন্দ্রে বিকাল ২ টা থেকে ৫ টা পর্যন্ত মোট ৩ ঘন্টা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ভদন্ত সুমনা থের জানান, পুরো খাগড়াছড়ি জেলা গত বছরের তুলনা এ বছর পরীক্ষার্থী উপস্থিতি আশানুরূপ। যোগ্যাছোলা কেন্দ্রের তত্বাবধায়কের দায়িত্ব পালন করেন মারমা উন্নয়ন সংসদের সভাপতি অংশেপ্রু মারমা অংশে, সাধারণ সম্পাদক মংসানু মারমা, মারমা ভাষা শিক্ষক রাম্রাচাই মারমা। পরিদর্শক দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠাতা ভদন্ত সুমনা থের, নাইন্দাগার ভিক্ষু ও আতুমা মারমা। জেলা প্রতিটি কেন্দ্রের পরীক্ষার্থীদের আশানুরূপ এবং পরীক্ষার্থীরা নিজ মাতৃভাষা উপর পরীক্ষা অংশ গ্রহণ করতে পেরে সব্ই খুশি।