সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের প্রতিবারের মত এবারও ২০২১ সালের বার্ষিক ধর্মীয় বৃত্তি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ এপ্রিল ) বেলা ১টা হতে বিকাল ৪ টা পর্যন্ত চট্টগ্রাম, কুমিল্লা, মিরসরাই, সীতাকুন্ড, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজানসহ মোট ১২টি জোনে ৪১ কেন্দ্রে বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়।
সংঘরাজ ভিক্ষু মহামন্ডল শিক্ষা পরিষদের সম্পাদক ভদন্ত বিপুলাবংশ থের জানান, প্রতিকূল পরিস্থিতির কারণে এবারের বার্ষিক ধর্মীয় পরীক্ষায় সারাদেশে ২০০৭জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।