খাগড়াছড়ি জেলার মহালছড়ি বাবুপাড়া আম্রকানন বৌদ্ধ বিহারের ভোজনশালায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকালে প্রাথমিকভাবে বৈদূতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা ।
স্থানীয়দের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আসায় অল্পের জন্য রক্ষা পেয়েছে বিহারের মূল স্থাপনা মূল মন্দির, দেশনা ঘর ও রান্না ঘর।
জানা যায়, বিদ্যুৎ এর মিটার সহ পুড়ে গেছে ভোজনশালার অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র। এতে আনুমানিক ৪/৫ লাখের টাকার উপর ক্ষতি হয়েছে বলে আশংকা প্রকাশ করেছেন বিহারের সংশ্লিষ্টরা ।